সেই এক সময় খুব উড়ন্ত সময়
দিনের আলোকে রাতের ইশারায় ছুটে চলে পারাবত
পারাবত ষ্টেশন ছেড়ে চলে যায়
তোমার চোখের ভেতর এগিয়ে


ষ্টেশনে বসেছি কত দুপর বিকেল রাত্রি
কােন কানে চড়ুই আওয়াজ পেয়েছি
বয়সের মাপে বেড়ে ওঠা ঘ্রাণ কেমন?
ঘ্রাণের রাসায়নিক বিক্রিয়ায় এসেছে বাতাবিলেবুর মতন কালিক প্লাবন


পারাবতের ছুটে চলা ঝকঝকাঝক ঝক
পথেরদাবী ছিল কোন গন্তব্যের সীমানায়


ষ্টেশনে আসলেই দেখি
মালবাহি ট্রেনগুলি দাঁড়িয়ে ঠায়
আমার দিকে চেয়ে চেয়ে অপলক চেয়ে
সময় পলাতক আসামী দুই যুগ গত


তারপরও আকাঙ্খার আকুলতা কানভর্ত্তি হাসি
ঠিক যেন ঝকঝকাঝক পারাবতের চলন্ত ধ্বনি।


লহরী
১৬ অক্টোবর ১৮