গোধূলি,  
লালচে নীল আকাশ ,
কি সুন্দর সূর্যাস্ত।


আমি সূর্যাস্ত দেখিনি..
আমি ভেবেছিলাম,
সূর্যাস্ত আমি এক নই,  
তুমি আর আমিও নয়।  
তুমি, আমি,
একহাজার-একটি  জোনাকি ,
কিছু  ঝিঁঝিঁ পোকা,
সাথে মিষ্টি দখিনা বাতাস,
আমরা মিলে সূর্যাস্ত দেখবো।  


আমাদের  জন্য থাকবে
একটি ছোট নৌকা,
জলের হৃদস্পন্দন,  
একটি ঝড়ে পড়া পাতায় প্রতিধ্বনি,
দ্বৈত হাসির ক্রান্তীয় তাপ।

শুনে মনে হবে
মহাকালের যাত্রা শুরু হয়েছে।


না যমদূত এখনো আসে নি।


হাসির শব্দে,
তুমি কত অবাক হবে, ইন্দু?