কাছে এলে পাছে যদি
হয় ভালোবাসা,
দূরে দূরে তাই থাকি
চাইনি কাছে আসা।


তুমি ভাবো আমিও ভাবি
ভাবি দুজনায়,
দুজনেই করি বাস
একই ভাবনায়।


ভাবনার খেয়ালীতে
গোপনে গোপনে,
হয়নি প্রকাশ কিছুই
মুখে বা নয়নে।


তোমার প্রকাশ ছিলো
আকার ইঙ্গিতে,
আমার প্রকাশ তব
বেসুরো সঙ্গীতে।


না প্রকাশেই প্রকাশ হলো
হৃদয় মর্ম জ্বালা,
বাড়ালে দু-হাত তুমি
হারিয়ে যাবার বেলা।


দু-হাত দিয়ে ধরলে দু-হাত
অধরে অধর মিশে,
দুই অধরের আস্ফালনে
মন ভরে যায় বিষে।


বিষের জ্বালায় ছটফট করি
স্বস্তি পাওয়া দায়,
বিরহের ধাপে পূনরায় দেখি
প্রশ্নেরা অন্তরায়।


অধরের স্পর্শ যদি দিলে
অধরা কেন তবে হলে,
ধরণীর বুকে কেন দূরে দূরে
একই আকাশ তলে?