সকালে ঠাণ্ডা ছু্ঁয়ে যায় না এখ্ন
শিউলির সুবাস তার স্থায়িত্বের সঙ্কটে,
দৈন্যে পড়েছে শরৎ গদ্যের দাপটে
সকালে শিশির এলেও নীলাকাশ আসেনা
এই অনাত্মীয় আশ্বিন আমার আচেনা।


মায়ের স্পর্শে আমার পদ্য বাল্যময়
শীতল অনুভবে আর উষ্ণ ভালোবাসায়;
তারপর কঠিন সময়
নিদাঘ জৈষ্ঠ-প্রহার অমোঘ সত্য-বলয়
এর পর কিছুকাল আমি বাঁচব নিশ্চয়।