আবারো কবিতার কাছে ফিরে আসা,
বিষাদ-নীরব অতিথি বিদায় নিলো
তিন-দশক পরে হেমন্ত ও শীতের শেষ সন্ধ্যায়,
পরিতাপ ও পরিতৃপ্তি যেখানে মেশে।


অবিরাম বয়ে যাওয়া প্লাবন
হিল্লোলিত খুশিতে উচ্ছলিত সময়ও
থমকে যায় একদিন, ঘরে ফেরে ।


সময়!
ক্ষণ, কাল, অনন্তও......।


কিছু ক্ষণ তোমাদের সাথে যেতে চাই
এই চাওয়া ।
মেঘ কালো হলে
নিজেকে সরিয়ে নেব বর্ষার আগে।