মন্ত্রী: মহারাজের আজ্ঞা হলে
      দোষীদের হাজির করি আদালতে
রাজা: জ্যোতিষী পারবে বলতে।
জ্যোতিষী: বিচারের সময় হয়না অশুভ
রাজা: তবে আনো সময় যখন শুভ।
মন্ত্রী: এরা পাঁচ করেছে বলাত্কার
     একটি মেয়েকে করেছে শিকার
রাজা: পাঁচ শিকারীর এক শিকার!
     ছি! সারমেয়, বরাহ করবে যে ধিক্কার!
     (নিম্ন:স্বরে)কি আর বলি, মহাকাব্য হাতিয়ার
     দ্রৌপদী করেছিলেন পঞ্চ-স্বামী বিহার!
সভাকবি: এতো দেখি ভীষন ব্যাপার
     মানেনা এরা মানুষের আচার!
রাজা: রাখো তোমার আচার বিচার
     সভাকবি কথা বাড়িও না আর
     বলো মন্ত্রী মেয়েটির কি খবর?
মন্ত্রী: মেয়েটি মৃত মহারাজ, অত্যাচারের পরে নিহত
     দেশের মানুষ চাইছে বিচার, তাঁরা বড়ই আহত।
রাজা: মনুষ্য জাতির কলঙ্ক, শাস্তি হবে যেন আতঙ্ক
     মন্ত্রী বলুন কি শাস্তি দিলে হিসাবে মিলে যাবে অঙ্ক,
     ওহে বিজ্ঞানী, মাথা খাটাও যন্ত্র বানাও এমন
     শাস্তি পেয়ে মনে করবে স্বস্তি পেল যেমন।
সভাসদ: (উচ্চ:স্বরে)ঠিক ঠিক
     মানবাধিকার গনতন্ত্র বজায় থাকবে ঠিক
     বিরোধীরা করবে না অযথা টিক টিক।
সভাকবি: মহারাজ, আমার কিছু বলতে ইচ্ছা করে
রাজা: কাজের সময় তোমার কেন কাব্য চর্চা বাড়ে?
বিজ্ঞানী: বৈদ্যমশাই করতে পারেন কিছু
     বুদ্ধি একটা এলো মাথায় ছাড়ছে না আর পিছু
     (রাজার কানে কানে ফিস্ ফিস্)
রাজা: ডাকো, ডাক্তার বৈদ্যমশাই ডাকো
     বলো রাজামশাই ডাক দিয়েছেন,যথাশীঘ্র এসো।
(কিছুক্ষন পরে)
মন্ত্রী: বৈদ্যমশাই হাজির
বৈদ্য: রাজামশাই, কি আজ্ঞা হয়?
     রাজপ্রাসাদে ডাক পড়লে প্রাণে হয় ভয়।
রাজা: এই পাঁচ বলাত্কারী হত্যাকারী পাই
     এমন শাস্তি দিতে হবে বয়ে বেড়াবে তাই,
     লিংগ বদলে দাও, রূপান্তর চলছে আজকাল
     অঙ্গ বিলাসী, তা নিয়ে বেড়াবে চিরকাল।
মন্ত্রী: মহারাজ, নেবেন না অপরাধ
     এই ব্যবস্থা সমাজে চলবে অবাধ
      রাজ খরচে হবে রূপান্তর মিটাবে নিজের সাধ।
সভাসদ: রাজ আজ্ঞা আগে করো পালন
     যখন যেমন হবে বিচার হবে তেমন
     অপরাধ যেমন হবে, মাত্রা জ্ঞান করে
     বিচার করতে হবে গনতন্ত্র ধরে।
মন্ত্রী: যথা আজ্ঞা মহারাজ
     বৈদ্যমশাই শীঘ্র করবেন তাঁর কাজ।