সহ্যের সীমানা বেয়ে চলেছ সব দিন
এ পতন অনিবার্য বটে;
তোমার বেঁচে থাকা, এক প্রহসন!
এক মরণের কাহিনী,
       শিকার হয়ে দিনযাপন|


কুঁড়ি হওয়ার আগে ভ্রণই শিকারীর লক্ষ্য;
তারপর আমরে যাওয়া অবয়ব
প্রকৃতি রাখে এই, তো দানব মারে ঐ
ফুল ফোটে কি ফোটে না,
কীটাক্রান্ট দামিনী তুমি
শিকারীর নিশানা প্রতিক্ষনে,
এ তেমনই এক ক্ষণ মাত্র
অনেক বার মরনের আরো একবার|


দামিনী, তোমার মরা বাঁচার মাঝে
আমরা জেগে আছি কি না
তুমি জেনে যেতে পারনি, তবে
আধ-বোঁজা চোখ খুলতে বাধ্য হয়েছি
তোমারই শীর্ণ চিত্কারে|

তবু ভালো,
শিথিল সময়ও ঘন্টাধ্বনি দেয়!


** ২০১২ এর ডিসেম্বরে লেখা| **