*জৈষ্ঠ্যের শেষ বেলাতে*


এই পৃথিবীর বুক
           নিদাঘ দহনে পুড়ছে
প্রকৃতির অভিশাপে
              বহ্নি-প্রদাহ ঝরছে
জৈষ্ঠ্যের শেষ প্রহর
             অনল অনিলে ব্যাপ্ত
শেষ বেলাকার দহনে
               জীবন প্রায় সমাপ্ত
আকাশে বাতাসে ক্রোধ
                  উন্মাদ রণে মত্ত
সহনের সীমা বাড়িয়ে
            বেঁচে থাকা হলো রপ্ত।