ও বঙগালি, হাই! বেঙগলি কেমন আছো মাছে-ভাতে,
তোমার এখনও জাত আছে কি আচার বিচার সব কিছুতে?
তিনটে জন্ম পার হয়েছে কাঁঠাল গাছে আম এলো না
হিমসাগড় আর ল্যংড়া চাষে মন্দ-ভাগ্য আর খোলে না,
বাত-বিতন্ডা বাড়ন্ত তাই, ভাষা গণ্ডি পেরিয়ে গেছে!
শালীনতা মান্-হুঁশ, প্রায় দেশের কথা ভুলেই গেছে
মান রাখার দায় থেকে আজ হাত-পা ধুয়ে বসে আছে;
ভাবছে কখন উত্পটাং এর আঙ্গুল ফুলে ফলবে কলা
ভাগ্য এমন বিড়ম্বিত, গোঁফখানিতে তেল জোটে না
মান-দণ্ড মুখ-অগ্রে, রাজতন্ত্র শিক্ষা-কলা ।
এমন দেশে বুঝিবা আর বাঙালিদের ভাত জোটে না ।
ভেবেছিলাম এবার বুঝি ছিঁড়বে সিকে
কারন ওরা, ভাঙ্গল তবু মচকালো না ।
এদের দেখছি বাড়-বাড়ন্ত দিন দুপুরে দেখ্বাহানা
কাঁপছে দেখ দিক-দিগন্ত তেপান্তরের স্বপ্ন নানা ।