প্রমিতা, প্রেম চেয়েছি তোমার কাছে,
                                           কবিতা ধরিয়ে দিলে!
বকবক করেই যাচ্ছি কেউ শোনেনা
                                          কবিতার হকার আমি?
হতাশ প্রেমের কাব্য মশাই!
      সুখ-ময় কাব্যটা চাই? চলে যান মুক্ত হাওয়ায়;
            রমনের সুরসনায় ঘ্রান আছে তাই
                    দেবদাস নোভেল মশাই
                            কাব্যে সে-রস কোথায় পাবেন!
একটু আশার আলো, একটু ব্যথার মোচড়
নজরে পদ্ম ফোটার কাব্য আছে,
নীল প্রেম!
                ডানা ঝাপটে নজর কাড়ে,
এইসব কবিতা কি আর লোকে পড়ে?
      পড়ার সময় পাচ্ছে কোথায়,
           যতো আমি নাছোড় হবো
                 বলবে, লোকটা পাগল হলো!
বকবক করেই যাচ্ছি কেউ শোনেনা
                                          কবিতার হকার আমি?
লোকটা পাগোল মশাই, বলবে সবাই
      ভিক্ষে দেবে আগ বাড়িয়ে
            আমাকে নিতেও হবে!
               পয়সা দেবে, প্রেম দেবেনা
                    পয়সার কাঙাল আমি!
ভগবান কোথায় যাব, রাস্তা দেখাও
                                                  পথ চিনি না।
প্রমিতা, প্রেম চেয়েছি তোমার কাছে,
                                           কবিতা ধরিয়ে দিলে!
পথ চিনিনা শুনবে না কেউ,
       পথের আর দোষ কি মশাই
             নিজেই সেপথ হারিয়ে গেছে
                    না হারালে উপায় কোথায়
                            উপায়টাতো নিজেই ফাঁকি!
                            ফাঁকির কথায় আর পড়িনা
                     কথার প্যাঁচে ফাঁকির বাহার
             আহার নিদ্রা যাবার জোগাড়
      তাইতো এখন আড়াল দেখে
ঘাপটি মেরে বসে থাকি;
        ঘাপটি মেরে ঝোপের আড়াল
               চোর ডাকাতও বসে থাকে,
                        মহারাজ শোনেন না যে
                              ঘাপটির আড়াল দেখেন,
                         ধারাপাত পড়তে থাকেন
                 সংখ্যা বেড়েই চলে বর্দ্ধমানে
          স্বপথের পাহাড় দেখেন উন্নয়নে,
পান চিবিয়ে ঢেঁকুর তুলি শুন্য ধাঁধাঁয়।
প্রমিতা, প্রেম চেয়েছি তোমার কাছে,
                                           কবিতা ধরিয়ে দিলে!
বকবক করেই যাচ্ছি কেউ শোনেনা
                                          কবিতার হকার আমি?