সব ঘাসফুল গুলো দেখে অপলক  
কেশর ঝুলিয়ে ঘন্টাজবা
এমন কি সূর্যমুখীও
সূর্যের দিকে ঊর্ধ্বমুখে;
এরা সব দাতা,
দিতে থাকে নিজেকে উজাড় করে|


আকাশের তারা মুখে হাসি মেখে
পথ দেখাতে থাকে,
চাঁদ আলো ধার করে রূপসী হয়
কবিকে দেখাবে বলে;
এরা সব দাতা,
দিতে থাকে নিজেকে উজাড় করে|


একা মানুষ হাত পেতে রেখেছে,
শুধু চেয়ে নেয়, নিতে থাকে|