অনেক খেলা সময় নিয়ে
খেলব বলেই খেলছি খেলা,
সময় যেমন খেলতে পারে
আমায় নিয়ে সারাবেলা ।
দিন চলে যায় দিনের পথে
আমরা বলি সময় গেল,
দিন যদি যায়না কারো
সবাই বলে বেকার সময় ।
দিনের সাথে দৌড়ে দৌড়ে
সময় আমার সব চলে যায়,
বিরাম যদি পাই কখনো
আরাম করার সময় কোথায়?
শৈশব তার সময় নিয়ে
উপূড়  হতে পারল কোথায়?
উপূড় যখন হয়েই গেল
হামাগুড়িটা আর হলো না,
সেটাও যখন হয়েই গেল
হাঁটতে পারা রইল বাঁকি,
হাঁটতে যখন পারল সময়
মিষ্টি শিশু নিল ছুটি ।
বাহানা ভরা বাল্য সময়
জিজ্ঞাসাটার সঙ্গে মানায়,
চোখ দুখানা গোল্লা করে
নানান রকম বুদ্ধি খাটায় ।
কিশোর খোকা এসেই দেখ
তাথৈ নেচে সময় কাটায়,
এক  বিন্দু  তর  সয়  না
পারলে গেলে গোটা সময়!
হঠাৎ করে উঠ খাড়া হয়
কিশোর তখন যাচ্ছে পলায়
সঙ্গে সঙ্গে জীবন ধরে
লম্বা তানের মন্দা সানাই ।
যৌবন এসে জানিয়ে বলে
আমার এখন লম্বা সময়
দৈর্ঘ প্রস্ত আকার আয়তন
মাপতে হবে, যাবে সময় ।
মান আছে, সম্মানও আছে
আভিমানটাও নয় গো মিছে,
মান-অভিমান নিয়েই গেল
বাঁকি  সময় পিছে পিছে ।
শাখা প্রশাখা দাপিয়ে বেড়ায়
সবাই বলে মধূর সময়,
হঠাৎ করে থমকে দাঁড়ায়
এবার হলো যাবার সময়!
জন্মে শুরু মৃত্যূতে শেষ
জীবন-সময় একক বেশ।