একহাতে ধরা ছিল লাল গোলাপ
অন্য হাতে অনিশ্চিতের ভবিষ্যত
বাঁকা রাস্তায় বোঝা না যায় চলার হিসাব
না চেনা যায় গন্তব্য অকস্মাৎ
অন্ধকারে পিছলালো পা পড়েই গেলাম
কাদার মধ্যে লাল গোলাপের অন্তেষ্টি
ফুটলো কাঁটা কনুই ফুঁড়ে
রক্ত ঝরলো অন্ধকারে এটাই তবে অনাবৃষ্টি!


অন্ধকারে কত কিছুই ত ঝরে পড়ে!


এখন আমার হাতে আছে হলুদ গোলাপ
বোঝাপড়ার খোলা খাতা, হিসাব বাঁধা
নিয়ম মতো জীবনে নেই কোন বিলাপ
সন্ধ্যা সকাল দুপুর বিকাল একই ধারা
রাতের তারা চাঁদের কাছেই যত আলাপ
যে হাত পেলাম
তাকে নিয়েই সব পেয়েছির দেশে ঘোরা
মিথ্যা অভাব না বানিয়ে বাধ্য স্বভাব|