পুরুষ
গ্রীষ্মের দাবদাহে দুপুরের অভিনয়
সব পোড়াবার মোহ দুর্বার গতিময়
দীপ্ত আলোক দ্যূতি দৃষ্টিও ঝলসায়
খরস্রোত কল্লোল কলুষিত উসকায়
আবডাল নেই তার অবিরাম যাত্রা
দিগন্তে রেখে যাওয়া প্রত্যয় মাত্রা
পাহাড়ে রাখবেই পতাকার উচ্চতা
সত্য খুঁজে নেবে জীবনের নাব্যতা
রাত ঘুমে চাঁদ তারা বিশ্ব জয় যাত্রা
মাথা তুলে দেখবেই সমধিক মাত্রা।


নারী
নরম চাঁদের আলো মুখ তার নবনীত
ঝরনায় উচ্ছল ক্ষীণ ধারা উপনীত
মধুছন্দের তালে ফেলে যাওয়া সুররেশ
অজ্ঞাতে মিশে থাকে আবেশিত অবশেষ
সালোক আবেশিত থেকে যায় গতিময়
অসীম আকাশ থাকে শক্তিতে প্রাণময়
সতেজ সদ্য ফোঁটা গোলাপি আভাময়
উৎসব লেগে থাকে পুরুষের সীমানায়
রেখে যায় থাকেনা সে কবিতার পৃষ্ঠায়
কবি দেখে তার ছায়া কাব্যের আঙিনায়।