আবার আমি হারিয়ে যাব
তোমার কাছে তোমার সুরে
পাল তুলে ঐ মাঝ দরিয়ায়
ঘর পালিয়ে রাত দুপুরে

সেই সকালের তুলতুলে সুখ
আবার এখন মুখ তুলে চায়
কোন সাহসে ভর করে যে
সকাল সন্ধ্যা এক হয়ে যায়!


দায় হীন সেই উচ্ছল বেলা
তোমার নামেই উতলে যাক
পাপহীন বোধ নেই অবরোধ
সুর টান নিয়ে তোমাতেই থাক


আবার আমি তোমাকেই চাই
বকুলের ফুলে বেছানো ঘাসে
সিক্ত সতেজ শিশির কণায়
কুহু-কুহু সেই একটানা ডাকে|


হাত পেতে আমি তোমাকে চাই
সে চাওয়ায় পাপ শুন্য তাই
কান পেতে যে সুর শুনতে চাই
সেই সুরে গান শুনতে পাই|