রঙ্গনা তুই চুল বেঁধেছিস পলাশ ফুলে
মনে তোর রঙের বাহার খোলা চুলে।


দখিন হাওয়া এগিয়ে এলো হাসি মুখে
তোর খুশিতে আবীর ছড়ায় রম্য সুখে।


যে রঙ গুলো লুকিয়ে ছিল শীতের দেশে
সে রঙ নিয়ে ছড়িয়ে দিলি ফুলের বেশে।


হাসি কেবল তোরই মুখে কেমন মানায়
রঙ্গনা তোর আসার খবর যাবার সময়!


** রঙ্গনা এখানে বসন্ত**