চারটে খুঁটির চাঁদোয়ার তলায়
এই বেশে আর এত দিন ধরে
শেখা কথা বলতে বলতে;
একঘেঁয়ে এই জীবন যাপন।


সব চেনা মুখ চেনা জানা সুখ
অচেনার ভানে বিষ্ময় নিয়ে
উল্টে পাল্টে এপিঠ-ওপিঠ;
ছেঁকে নেওয়া আর সাজিয়ে
রাখা, খাবার টেবিলে।


পতনের পরে অধঃপতন, না পতনের আগে
এই নিয়ে যত বাজি ধরা, কুরুক্ষেত্র লেখা,
শর-শয্যায় শুতে হয় শেষে ভীষ্মের বেশে ;
এত প্রশ্নের মুখোমুখি হতে?


সংসার আর শান্তির সহবাস খুঁজি প্রতি ঘরে
আর হিসাব কষে বলতে পারি কত উকিলের
দরকার হবে এই শতকের প্রতি দশকে;
কি করে আঁকব তোমার ছবি এ হৃদয়ে?


শামুকের বেশ স্বস্তির শেষ ধীর পায়ে চলা।