অনেক কাছের তুমি ছিলে
দূরে যখন ছিলে তুমি|
চমকে উঠে তোমায় খোঁজা
চোখ বুঁজলে তোমায় দেখা,
সমুদ্র-সময় একটা ফোঁটা
এক চুমুকে শুকিয়ে ফেলা,
নৈশব্দে তোমার সাথে
খুনসুটি আর মাখামাখি|


এখন অনেক দুরের তুমি
কাছে এসেও দূরে থাকো,
চোখ ফিরে তাকিয়ে থেকে
অন্য তোমায় খুঁজতে থাকি,
রক্ত ক্ষরণ হয় বা কিনা
দেখতে পাওয়া শুধু বাঁকি,
কবি যেমন খুঁজতে থাকে
হারিয়ে ফেলে, হাহাকারে|


এত কাছে এসেও বুঝি  
এত দূরে থাকতে পারো!
দূরে যখন ছিলে তুমি
সেই তুমিটা সত্য ছিলো|