সকাল বেলার প্রথম আলোয়
অগোছালো বেশ এলোমেলো হাওয়া
সবটুকু নিয়ে হাজির ছিলাম
উষ্মতাটুকু হাত পেতে চাওয়া


ধীরে ধীরে ফোঁটা গোলাপের কুঁড়ি
পাপড়ি খুলছে প্রতি ফাল্গুনী
ধরে থাকা সেই প্রতি ক্ষন নিয়ে
রচনা হয়েছে স্মৃতি আলাপনী


অজানা স্বপথ অজানা লক্ষ্য
তবুও সেখানে আস্থাটা কাড়ি
প্রচ্ছায়া রাখে দাঁড়াবার মতো
অহংকার আর নিজের বাড়ি


প্রতি দিন যায় তবুও আসে  
জন্ম থেকেই মৃত্যুর স্বাদ  
আশার আকাশ সালুক খোলে
তোমার কাছেই যত আহ্লাদ|