‘‘স্বপ্ন যাত্রা’’


হারিয়ে যাওয়া স্বপ্ন নিয়ে
                 ভেসেছিল এ বুক,
খুজে ফিরতাম সারাক্ষণ
        কোথায় পাব দু’মুঠো সুখ।


এমনি সময় বেলায় অবেলায়,
                    কাটতো রাত-দিন,
সময়ের স্রোতে,জনতার ভীড়ে
      ধীরে ধীরে হচ্ছিলাম যেন নিল।


হারিয়ে ফেলা স্বপ্ন রঙ্গিণ
                পড়েছিল তা যত্নহীন,
চঞ্চল মূখর দুনিয়াতে
              ছিলাম যেন আমি ধীর।


এমনি সময় হঠাৎ করে,
           কোথা থেকে দিলে উঁকি,
বিষন্ন এ’মন উঠলো জেগে,
           হতে পারবে বলে সুখি।


নিষ্ঠুর, নির্দয় এ সমাজের রীতি,
এটা ভেবেও ছিলনাতো এ মনে কোন ভীতি।


স্থীর মন চঞ্চল হয়েছিল,
             আশার আলোর আশায়,
ছিলনাতো এতোটুকু খাদ
  আমার, স্বপ্ন বিলাসী ভালবাসাই।


সেই চলা পথ
         যেথায় ছিলাম একা,
ভাবিনি আমি পূণরাই আবার,
            পাব তারই দেখা।