স্বপ্নলে‌া‌কে ছিলাম বি‌ভোর,
                      মত্ত হব কি‌সে ?


হাজার ভে‌বেও পাইনাতো কূল,
                  হ‌চ্ছেনা তবুও দি‌সে !


জীবন না‌মের গ‌ল্পের খাতায়,
             স্বপ্ন যেথায় ছি‌লো আকায়।


বাস্ত‌বে তা ধূসর ধোয়া,
           হাত বা‌ড়ি‌য়েও যায়‌নি ছোয়া।


অন্ধকা‌রে দি‌য়ে‌ছি হাত ,
               সন্ধা‌নে ঐ নতুন প্রভাত ।


অব‌শে‌ষে শুধুই  ধোয়াশা ,
          মলিন হ‌লো ছি‌লো যত আশা ।

এখ‌নো আ‌মি স্বপ্ন আ‌কি , প্রভাত  , নি‌শি, দিবায়,
  স্বপ্ন‌লো‌কের ম‌য়ায় ভা‌সি ময়ূরপঙ্খি ভেলায় ।