ঢাকা শহর
জহিরুল ইসলাম


রাজধানী    ঢাকা
রাস্তা নেই   ফাঁকা,
যদি  থাকে  টাকা
চলে গাড়ির চাকা।


যানজট,  ঝঞ্ঝাট
ট্রাফিকের বকবক
কালো গাড়ির ধোঁয়াতে
আসে রোগ দেহতে,


দিনভর বিরতিহীন
বাজে গাড়ি হর্ণ,
কতজনা ছুটাছুটি
ধান্দায় সারাক্ষণ।


এই পথে ঐ পথে
আজব শহরে,
কত মায়ের কলিজার ধন
হারিয়ে যায় জনতার বহরে।


সকালে বিকেলে
এ কি, রূপ শহরে,
ফুটপাতে ওভারব্রীজে
নিদ্রায় যায়'রে।


গিজগিজ করে মানুষ
আঁকাবাঁকা সারিতে,
চাপা পড়ে মরে মানুষ
দ্রুতগামী গাড়িতে।


রঙিন স্বপ্ন আশাতে
ছুটে আসে ঢাকাতে,
এই কাজে সেই কাজে
ফিরতে হয় লাশেতে।


প্রতিবাদে সোচ্চার হও
কলমে ভাষাতে,
কিছু অফিস দাওনা
যার তার জেলাতে।


৭ ই জুন ২০২৩ খ্রীঃ
সুনামগঞ্জ সদর বাংলাদেশ।।