স্বাধীন বাংলাদেশ
জহিরুল ইসলাম


সোনার ফসল শস্য শ্যামল
স্বাধীন বাংলাদেশ
এদেশ আমার এদেশ তোমার
গর্বের নেই শেষ।


বীর বাঙালি যুদ্ধ করে
বিজয় আনলো ঘরে,
পাক হানাদার পালিয়ে বাঁচে
বীর বাঙালির ডরে।


দেশকে সবাই ভালোবাসে
তবে তাদের মাঝে,
মুখোশ পরে খাচ্ছে লুটে
মুখে প্রেমিক সাজে।


টাকা লুটে বিদেশ পাঠায়
অভাব দেখায় ভারী
প্রাচুর্যেতে জীবন কাটায়
কোটি টাকার বাড়ী।


হাসছে ধনী কাঁদছে গরীব
নিত্য তাদের অভাব,
খরচ করে নেতার ছেলে
বিলাস বহুল স্বভাব।


চাটুকারি এই সমাজে
টাকায় পকেট ভারী,
দেশটি আমার দেশটি তোমার
দুর্নীতিবাজ ছাড়ি।


০৬ ই জুন ২০২৩ খ্রীঃ
সুনামগঞ্জ সদর বাংলাদেশ।।