স্বপ্নের রানি
জহিরুল ইসলাম


একটু দেখছি জলের ছায়ায়
এক রূপসী সাজ,
কলম নিয়ে আছি বসে
ফেলে হাতের  কাজ।


কাজল কালো রূপটা তাহার
লাল বাহারি চুল,
ইচ্ছে করে তাহার কেশে
পড়াই বেলীফুল।


রূপে সে-তো গোলাপ রানি
মুখে মিষ্টি হাসি,
কিসের ছলে   বলি তারে
আমি ভালবাসি।


তারই জন্য হলো পাগল
আমার অবুঝ মন,
ইচ্ছে করে   বক্ষে ধরে
রাখি সারাক্ষণ।


তারই জন্য  লিখতে পারি
প্রেমের যতো বাণী,
হৃদয় কোঠায় রাখি তারে
সে যে স্বপ্ন রানি।


৩ রা জুন ২০৩০ খ্রীঃ
সুনামগঞ্জ সদর বাংলাদেশ।।