তুমি আসবে কি?
জহিরুল ইসলাম।


তোমার অপেক্ষায় বড্ড কষ্টে আছি,
আজ-অবধি জীবনটা অগোছালো রয়েই গেলো
আর কি হবেনা ঘুছানো?


পড়ন্ত বিকেলবেলা,
সুরমা তীরে বসে ভাবছি
আমার তিলে তিলে সঞ্চিত সংসার
তোমার জন্যই সাজিয়ে রাখা


জং ধরা আবরণে সব কিছুই আছে
পুরোটাই তোমার জন্য  রাখা।
শুধু তুমি নেই পাশে!


আমার কোন কিছু কমতি নেই
সব ই আছে, শুধু তুমি নেই!
তুমি আসবে বলে আজও হৃদয়ে হাহাকার।


তুমি একবার বলো,
আমি সেই চেনা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকব
বাদলা রাতে কালবৈশাখী ঝড়ে!
আমার জীবনের ভয় নেই।


তুমি কি জানো?
অপেক্ষা একটা পাহাড় ডিঙিয়ে
অচেনা পথ!
বলো না গো তুমি আসবে কি?