আকাশে ভাসমান মেঘেদের গর্জন, আর আমার মনে কোন এক মায়াবী স্বপ্নপরীর বিচরণ,
উত্তাল করে দিয়ে যাচ্ছে নিমেষেই
আমি ডুবছি ভাসছি খরস্রোতা নদীর বুক চিরে সমস্ত ঢেউগুলোকে আগলে ধরছি
আমি কি পারব এই কুলহীন স্বপ্ন মলাটের হাত থেকে প্রাণোচ্ছল মুক্তি নিতে?
অভিপ্রায় হীন একটা তন্দ্রা ধ্বনি থেকে মুক্তির নিশ্বাস নিতে?
আমি বাঁচতে চাই, হাজার বছর বাঁচতে চাই,
ঠিক যেমন করে একটা ক্যাকটাস তার জীবন নিয়ে বিরাজমান থাকে।
হে মেঘবালিকা তুমি একটি বার আমার সামনে এস
তোমার অস্তিত্বহীন অবয়ব টাকে ভালোবেসে ফেলেছি অনেকটাই,
ঠিক যেমন করে ভালোবাসে আকাশ তার বুকে অবস্থানকারী দীপ্তীমান চন্দ্রটাকে।
বন্ধ কর এই ,লুকোচুরি খেলা
আমি যে ক্লান্ত তোমার পথ চেয়ে চেয়ে,
মেঘের গর্জনের সাথে তোমার হোক আবির্ভাব ,
দেখবে তখন রুদ্ধ কণ্ঠ ধ্বনি প্রস্ফুটিত শব্দে বেরিয়ে আসবে মাতাল করা একটি শব্দ-
ভালবাসি ভালবাসি ভালবাসি,
হে প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি।
আমার বাক্সবন্দী স্বপ্ন গুলোর থেকেও বেশী ভালোবাসি।