শুনতে কি পাও তুমি, আরোহী?
কেন তুমি দূরে,
কেন তুমি হয়ে আছ আজ বিদ্রোহী??


তোমার জন্য বসে আছি,
একটু অনুভূতি যে, শুধু তোমার কাছে যাচি,
একটুখানি সুখের ব্যথা
দিবে কি উজাড় করে আমায়, আজই??


ভালোবাসা যে আছে অনুভবে,
দেহের মাঝে কল্পনার শিহরণে।
স্পর্শ না পাওয়াতে যে
দেহ অক্ষয় থাকে. . . কিন্তু;
অনুভুতি, জীবন্ত থাকে।।