নিজেকে নিয়ে হেটে চলেছি--
আজ হঠাৎ আমার চোখ শুনেছে,
কতো ব্যথা কেউ জমিয়েছে
আমারই জন্য অজানা রেখে;
হাসি আমার তখন
অফুরন্ত করে তুলেছে
নিজেই নিজের বোকা রূপ দেখে!!


আমি হাসছি....
হেসেই চলেছি....
জল চোখ বেয়ে নামছে!!
হাসি তবুও যে
থামছে না আমার
কান্নায় যেন মিশে আসছে!!


হাসিরও কিছু অর্থ থাকে,
যা আমার পথের বাঁধা গুলো
সহজভাবে ভাবিয়ে রাখে।।


কষ্টেও হাসি...
দুঃখেও হাসি...
এখন চারপাশে দেখতে পাই
হাসিই আমার হয়েছে সর্বনাশী।
পাগল আমি...
তাইতো, শুধু শুধুই মুখে আমার
ছায়ার মতো লেগে থাকে হাসি।।