রাতের আকাশ...
রাত প্রহরীদের বাঁশির আওয়াজ
একটু পর পরই কানে ভেসে আসছে।।


আজ আলো জ্বালিয়ে রেখছি ঘরে,
মনে মনে বলে চলেছি কথা
একান্ত, একাকী নিজেরই সাথে
মন গড়া এক কল্পনার ঘোরে।।


কেউ তো শুধু ভেবেই চলেছে;
আমি আছি, ছিলাম, যতোদিন থাকবো
কাটিয়ে প্রহর নিদ্রার গহ্বরে।।


নিজেরই মতন করে চলেছে ভেবে
আমার চলার গতি;
সুখে আমি সর্বদা থাকি,
যদি কাউকে আমি মাথায় না রাখি।।


কাউকে একটু আপন ভেবে নিলেই
সুখ যে আমার হয়ে যায় শুণ্য,
অন্ধ ও ধূসরময়।।