অন্ধকার...
পৃথিবীর সব আলো যখন যায় নিভে
তখনই, এর হয় আবিষ্কার;
যার আগমনে, চোখের দেখা
অন্য সব রঙ, মিলিয়ে যায় শূণ্যে
পেয়ে যেন নিঃশব্দ তিরস্কার।
বর্ণহীন হয়ে ওঠে যার মাঝে
কালো ছায়া, হয়ে পুরষ্কার।


এ কেমন অন্ধকার?
নেই যার কোন রকমের আকার. . .
কতো রকমেরই বা আছে এর প্রকার?
কেউ করলো না, আজও অব্দি স্বীকার;
আর্ত চিৎকারে, শান্ত হয়ে, না-ই বা কোন হুংকারে।।