মেয়ে. . . .
হবে কি তুমি, আমার কল্পনার রাণী?
মুখে না বললেও,
মনে মনে ঠিকই, তা আমি জানি।


সুখ-দুঃখ, তোমার কাছে চাই না আমি,
সে’তো জানিই, অনেক অনেক দামী!


চাই শুধু, পেতে তোমার অনুভূতি,
অগোচরে অনুভবে, শুধু তোমার আমার প্রতি;
স্বর্গের পরী তুমি, ছড়াও অন্ধকারে জ্যোতি!


দাও না আমায়, তোমায় ছোঁয়ার
একটুখানি অনুমতি!


মেয়ে. . . .
হারিয়ে যাবো, তোমার সব
মন খারাপের রাতে;
আঁধারের মাঝে দু’জনে, উঠবো –
শিহরণে মেতে!


মনে মনে “ভালোবাসা” –
চাই যে শুধু তোমার একটু স্পর্শ,
লোকারণ্যের অন্তরালে।


দাও না একটু. . . .
ভুলে গিয়ে সব, অল্প কিছুক্ষন,
আলতো আলতো স্পর্শকাতর আদর,
চোখ বুজেই না হয়, হয়ে ক্ষীণ আপন!