আমি’তো জানি,
তুমি আমায় দেখছো!
তাইতো তোমায় দেখিয়ে,
আমার সব ছলা-কলা,
অন্যের সাথে দেখো –
যতোই আমার কথা বলা;
তবুও, দিনের শেষে আমার
একাই পথচলা।


জানি আমি, জানি সবই,
তবুও চুপসে থাকি;
কেন তোমার এই অবহেলা?
কেন আমার মনে মনে এই জ্বালা?
উত্তর মিলবে হয়তো,
মিশে গিয়ে যখন হবো ধূলা,
থাকবো না’কো তখন আর,
হয়ে আপনভোলা।।