পাশের দেশেই তো তোমার বাস,
তবুও তো কখনোই পেলাম না দেখা!
কী করেই পাবো??
তুমি'তো চলো তোমার খুশিতেই,
ইচ্ছে হলে টেনে নাও, আবার
তোমার ইচ্ছাতেই ফেলো ছুড়ে!!


কতবার দিয়েছিলে কথা:
আসবে ফিরে, আমায় অপেক্ষায় রেখে;
কিন্তু, আসোনি তুমি।
তোমার কথাই যদি শোন তুমি
কী করে তবে রাখবে আমায়
যখন আমি ঘুরে বেড়াবো
তোমার দেশের ভূমি???


কেমন তোমার ভালোবাসা?
আদর পেলে চলে যাও ফিরে, ভাসিয়ে ভাঙা এক নাঁও;
মুখে বুলিয়ে মধুর ভাষা,
আচরণে দিয়েছ বিষের কাঁটা।
আমি এখন হয়ে গেছি ভীতু,
তোমার অবহেলার ভয়ে পিছু পিছু।।


একবার আদর সোহাগ নিয়ে
আসবে বলে যাও যে উড়ে,
ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি,
কতো না উপায়ে কাছে ডেকেছি!
পাইনি আমি, পাইনি আজও;
বুঝিয়েছ, আমায় তোমার নেই প্রয়োজন।।


আবার হঠাৎ.... পড়লো যখন মনে
আসলে তুমি কাছে, বুঝিয়ে সুঝিয়ে আমায়
ভালোবাসা নিয়ে গেলে;
অবাক হয়ে যাই তোমার কথায়,
যখন শেষে বুঝিয়ে দিলে
সবই যে করেছো, একটু আদর পেতে, এই আয়োজন!!


বলবো না কেনো??
মানবে না কেনো??
কোনটা বললাম ভুল??
আসছি কাল তোমার দেশে, ঘুরে একাই দেখবো অবশেষে;
চাই না আমি তোমায়।
একদিন একটু স্পর্শ পেতে
নিজেকে পারবো না আর কষ্ট,
ছুঁয়ে দিলেই তো পালিয়ে যাবি
ভুলে গিয়ে সব দাবী।।


ঘুরতে আসছি আমি, একা একা,
পেতে চাই না তোর দেখা।
দেখবো এসে তোমার শহরে যতো আছে অলি গলি।
গান শুনবো পাখির দলের,
তাকিয়ে চোখে দেখবো সব, নতুন শহরের
যা পাবো অজানা ও অচেনা।।


ভুল করেও হয়ে যাবে না দেখা,
তুমি নিশ্চিন্ত থেকো!
করবে তুমি দেখা: শুধুই ছিলো বাহানা,
আদর দিতে যেনো না করি তোমায় মানা,
তা আমার খুব ভালো ভাবেই যে জানা।
ভুল বোঝার যখন ক্ষমতা আছে
তোমার ভালোবাসাকে ঘিরে;
তবুও, সেই পুরানো হারানোর ব্যবহার আর অবহেলা
পেয়েছি জেনেশুনে ফিরে ফিরে।।


থাকো তুমি রঙ মেখে!
কোন ভালোবাসা আসলে নেই তোমার বুকে,
আছে শুধু ধূসর কিছু জেদ,
আর যার ফলে সৃষ্টি আমাদের মাঝের এই ভেদাভেদ।
আসছি আমি ঘুরে বেড়াতে,
ঘুরবো তোমার দেশ,
একা হয়ে আনমনে দিবো পাড়ি,
ফিরবো ঘর পিছুটান ফেলে অবশেষ।।