আমি জানি আমি খারাপ।
আমি খারাপ,
তা তোমায় বলেছি বারবার।
নিজেকে নিয়ে একবিন্দু মিথ্যা
আমি বলতে পারি না!!


আজ আমি মহা খুশি!
জানাতে পেরে এবং বোঝাতে পেরে:
আমি যে এক বড্ড উন্মাদ ও পাগল;
বদ ও খারাপের সৃষ্ট এক মানব ভূগোল।।


মনে শান্তি বিরাজমান,
তুমি আজ আমায় করছো ঘৃণা!
আমরা তো ছিলামই
একে অন্যের অজানা-অচেনা!!
হয়তো আর দেখা হবে না কোনদিন...
তোমার আমার মাঝে,
অদেখায় রাখবো আমি
তোমার স্মৃতি হৃদয় কোণে।।


চাওয়া পাওয়া কিছুই নেই আমার,
ছিলো না কোন কালেই;
শুধু জানি চলেছিলাম,
চলছি এবং চলবো,
শেষে থামবো, কোন এক কালে।।