আমি এক শুণ্য মানব,
পরিপূর্ণ পাওয়ার আশা করে করে
যা ছিলো তা-ও
দিয়েছি আমি হাওয়ায় উড়িয়ে
নিজের সবকিছু শুণ্য করে।।


কে চায় না একটু ভালোবাসার ছোঁয়া??
সবাইতো পেতে চায়,
কিন্তু কেউ পায় আবার কেউ পায় না।
আমার আবার এটা হয় না,
আমি পেয়ে দূরে সরাই
আর না পাওয়ার কষ্টে কারো মায়া হারাই।।


কিছুই যে নেই আমার,
বারবার একই কথা বলে চলেছি।
তবুও, শুধু একটু পেতে আদর
কেউ আসে ফিরে ফিরে
মুড়িয়ে গাঁয়ে গাঢ় নীল রঙা চাদর।
ভাঙা ঘরে আমি কী করে
তাকে নিয়ে সুখ গড়ি??


আমি আছি পড়ে
হারিয়ে যাওয়া এক নদীর মধ্যেখানে বাঁধা,
দুই কুলের মায়ার টানে;
এখনো বুঝে উঠেনি ভালোবাসার মানে।
নতুন এক চর এখন যদি
জাগিয়ে তুলি তুমি আমি;
তাহলে এখন কোন্ কূলে দিবো পাড়ি
ভাসিয়ে আমার ভাঙা তরী??


আগেই তো বলেছিলাম
নিজের বলে কিছুই নেই আমার,
আছে বলতে শুধু এই শুণ্য দেহ।
তবুও, লোকে শুধু বলে চলে
আমার না'কি পরিপূর্ণ সব
আসক্ত হয়ে প্রতিটি রাত কাটাই বলে।।


এক নির্দিষ্ট কূলে যেদিন ভেরাবো তরী;
মনে রেখো, খুঁজবো তোমায় তখন দেখবো বলে:
যেখানেই থাকো আর যতদূরে,
হয়তোবা শুয়ে অন্যের কোলে!
আপন করতে নয়, খুঁজবো শুধুই
দু'চোখ জুড়ে, প্রাণ ভরে
দেখতে চাইবো সেই মুখটির
পাগল করা এক মায়াবী হাসি, ছলে-বলে কৌশলে।।