পৃথিবীর বুকে হেটে চলছি,
মানুষের সাথেই মিশে আছি;
তবুও, যখন আমি চোখ মেলে
তাকাই কোন এক মাঝ রাতে,
আকাশের তারা গুলোর সাথে
নিজেকেই ফেলি হারিয়ে
ঐ দূর নক্ষত্র পূর্ণ মহাশুণ্যে।।


চিন্তা আমার মাথায় কথা বলে,
মানুষের ছদ্মবেশে বিচরণ করে।
কেনো লুকিয়ে রাখছো আমাকে?
কীভাবে সব বিপদ-আপদ থাকছে দূরে??


ভীনগ্রহের এক অশরীরি আমি,
হয়তো কোন রাজ্যের রাজপুত্র!
ছদ্মবেশে মানুষ সেজে
ঘুরে বেড়াই এই পৃথিবীর বুকে।
কাঁটা তারের বেড়ায় ঘেরা
ছোট্ট মনুষ্যত্বের এক
নিয়মে বাঁধা সীমানাতে।।