আমি মানুষটা
আসলেই বড় রকমের এক বেহায়া!!


করতে চেয়ে স্বপন’কে আপন,
কল্পনাতে আঁকতে,
খুঁজছি কারো অপূর্ণ দেহ ছায়া;
কিন্তু, পেয়েছি হঠাৎ হঠাৎ কারো দয়া,
আর. . . নিজের সব ব্যর্থতার মায়া!!


কতো ধরণের প্রযুক্তি এলো আর গেলো,
যার ফলে জীবনটা
আজ আমার এলোমেলো।।


আমি’তো এটাই শুধু ভেবেছিলাম,
প্রযুক্তি ব্যবহার করে
আপন করে কাউকে অনুভব করা,
বৃদ্ধি করতে ভালোবাসার আলো।।


তবে কি ভুল আমি?
তোমাদের সবার কাছে হয়তো. . .
তবুও, আমি আমার কাছে
ভুল করছি নইতো।।


অনুভূতি যে শুধু মানুষের
দেহের স্পর্শে মিলে,
পেলাম উত্তর আজ আমি
এসে. . . তোমাদের সংকুলে!!


অনুভূতি আসে অনুভবে,
জানতাম তো এটাই, আমি পাবো ভবে।
এখন দেখি, যেদিকেই খুঁজি,
দৈহিক সংঘর্ষ হলেই পরে
অনুভূতির সৃষ্টি হবে।।


মানতেই যে হবে এখন. . .
তাল মিলিয়ে অন্য সবার সাথে
ভুলকেই করতে বিচক্ষন,
ভুলের মাশুল, ভুল দ্বারাই –
নিজেদের না করে পর্যবেক্ষণ।।


বড্ড রকমের এক বেহায়া আমি,
প্রমাণ পেলাম অবশেষ,
অনুভূতির চাওয়ায় আজ আমার
অনুভব’ই হলো নিঃশেষ!!