একাকী হেঁটে বহুদূর চলে এসেছি,
শুনতে চাইনি কারো কোন কথা,
অবিরাম নিঃশব্দে পথ গুলো
এসেছি পার করে।
হঠাৎ একদিন শুনতে পাই
সেই পুরানো একটা কন্ঠ,
নতুন রূপে আসছে ভেসে
হাওয়ায় উড়ে উড়ে।
থমকে দাঁড়াই,
শুনতে থাকি:
কেউ যেন গাইছে গান
আমার সুরে সুরে।।


আমিও হঠাৎ আনমনে
বাঁধলাম সুর;
নতুন এক গান,
মনে হলো আওয়াজ আমার
খুঁজছে কারো প্রাণ।
কিন্তু, তখন হাওয়ায় যেনো
আসছে ভেসে শুণ্যে,
রঙিন আলো লালচে রূপে
দৌড়ে গেলো ছুটে, হয়ে হন্যে।।


মুহুর্তেই পড়লো মনে
ছিলাম আমি একা,
তাকিয়ে দেখি চারপাশ আমার
ধূ ধূ নির্জন ও ফাঁকা।
মনের মাঝে ঝিঁঝিঁপোকা
জ্বলছে আর নিভছে,
চাই না আর ঝড় ঝাপটা
রাত পোহাচ্ছে বলে,
একটু পরেই আবার আমি
হাঁটবো পথের বুকে,
শুনতে যেনো না পাই আমি
আমার সুর তোমার ওই গানে।।