ভালোবাসার নেই যে কোন অর্থ!!
ভালোবাসার কী তবে অর্থ?
সবাই যেখানে আজ হয়ে আছে ব্যর্থ,
খুঁজে পেতে আপন স্বার্থ।
তবে, কেন ভালোবাসতে খুঁজে ফিরি
প্রাচুর্য ভরা অর্থ??


ভালোবাসায় আছে অর্থহীন সব অনুভূতি,
মানুষের মনের শত আবেগ,
সুশীল দেহের মাঝেও শিশু-মনা আচরণ,
যা শুধু ভালোবাসার মানুষের কাছেই
খুঁজতে যাওয়া ও খুঁজে পাওয়া ব্যাকরণ!!


ভালোবাসায় কেন খুঁজি শান্তি?
শান্তির ফলেই যে ভালোবাসা সৃষ্টি,
অযথা তবে শান্তি খুঁজে
পেয়ে যেতে হয় অনবরত ভোগান্তি।।


ভালোবাসার কী তবে অর্থ?
এ যে, অন্যকে খুশি করা নিঃস্বার্থ।
ভালোবেসে খোঁজা নিজের সুখ,
হতে হয় তখন অপদার্থ,
নিজেকে দেখতে হয়, রূপে ব্যর্থ।
লাভ নেই গুণে কোটি কোটি অর্থ,
ব্যর্থ যেখানে – আকাশের সব নক্ষত্র!!


ভালোবাসার নেই যে কোন অর্থ!!