জীবন-মরণ, আরও কত কিছু ভাবি...
জীবন পেয়ে, জীবন দিতে তাই
নানান রূপে আঁকি, রঙিন কতো ছবি!
তবুও, অবশেষে নিজেকেই করি প্রশ্ন –
জীবনের তবে কোন মানে আছে কি?


কেউ বলে,
বেঁচে থাকার অন্য নাম জীবন;
কেউ বলে,
পানির অপর নাম জীবন!
আবার, কেউ কেউ বলে শুনেছি –
সূর্যের আলোর জন্যেই আমরা পেয়েছি এ জীবন।
এতো উত্তরের ভিড়ে হারিয়ে গিয়ে,
জীবন খুঁজি, চোখ যখন বুজি,
তারপরও হয় না এই প্রশ্নের রহস্য উদঘাটন।


জীবনকেই রহস্যে রেখে,
কৌতুহল নিয়ে করি জীবন যাপন;
পঞ্জিকা দেখে দেখে, ভবিষ্যতের আগাম তারিখ
অন্যকে দেখিয়ে, কথা রাখার ভরসা দিয়ে,
করতে চাই সবখানে মিথ্যা বিশ্বাসকে স্থাপন।
আর তাই, এতো প্রশ্নোত্তরের ভিড়ে
আমাদের নিজ জীবন ও জীবনের অর্থঃ
ডুবে গেছে আজ, বন্যায় সব হয়েছে প্লাবন।।