অনামিকা. . .
কোথায় আছে তোমার ভূমিকা?
কেন দেখছো আর গুনছো বসে দিন-পঞ্জিকা?
ভালোবাসা; কোথাও নেই যে আঁকা...
একাই যে থাকতে হবে অবশেষে,
হয়ে শূণ্য ও ফাকা।


অনামিকা. . .
চাই না আমি তোমার দেখা,
চাই না কোন বিসর্জনের ব্যাখ্যা,
চাই না জানতে কোথায় থাকো,
কতগুলোই বা আছে তোমার শাখা-প্রশাখা?


চাই শুধু, অনুভব করতে তোমায়,
অনুভূতি যা দূরে সরিয়ে রেখেছো, কিন্তু কোথায়?
চাই একটু করতে আপন,
কল্পনায় টেনে নিতে কাছে,
কাটাতে চাই, সাময়িক সময় তোমার সাথে
কাল্পনিক রাত যাপন!


আর, তুমি চাইলে –
কখনোই আর করবো না তোমায়
কোন প্রকারের জ্বালাতন।।