জানতে চেয়েও মুখ ফুঁটে যেন
কিছুই পারি নি তোমাকে করতে জিজ্ঞাসা।
জানতে পেরেও সব কিছু যেন
আমার হয়ে রয় অজানা।
মনের ভেতরে বাঁধে বাসা
নীল কষ্ট আর হতাশা;
তোমার জন্য নীরবে কাঁটে দিন
হয়ে একাকী ও আনমনা।।


সমুদ্র ঠিক কতো বড়...??
কোথা থেকে, কেমন করেই
এতো জল একত্রে হয়েছে জড়ো??
কোন্ প্রান্তে এর হয়েছে শেষ,
আবার কোন্ সে প্রান্তেই বা হয়েছে শুরু??
উত্তর দিবে; কেউ কী আছে??
...... বলা হয়তো মানা!!
আসল কথা, কেউই ঠিক জানে না,
সবার মাঝে যে তা রয়েছে অজানা।।


এতো জলের মাঝেও কী করে
পায়ের তলায় ভূমি??
হেটে হেটে খুঁজি আজ শুধু
কোথায় আছো তুমি??
মাটি যদি ফুটো করি
মিলে দেখা পানি!!.
তবে কী ভাসছি মোরা জলের উপর??
কেউ ভাবেনি এটা জানি;
অজানায় ভেসে এগিয়ে যাচ্ছে
মৃত্তিকার গড়া এই তরী।।


আমরা হয়তো চলেছি আজ ভেবে
সব কিছুই আমাদের তরে হয়েছে সৃষ্টি;
শুনিনি কেউ বলেছে:
কেনো এবং কবে??
আমাদের জন্যই যদি হয় গড়া,
তবে কেনো করি মৃত্যুবরণ মোরা??
মাটি খুঁড়ে, আগুনে পুড়ে
কেনো মোদের অস্তিত্ব
ফেলে দেয়া হয় ছুড়ে ছুড়ে;
কখনো বা আস্তাকুঁড়ে!!


নিজের চোখেই দেখছি মোরা সব কিছু;
চলে গেছে আজ বিশ্বাস।
মানতে আজ কিছু পারি না তাই....
ছুটতে ছুটতে বানায় বোকা,
ফেলে সব আসতে পিছু।
রইবে না কিছুই অজানা,
নিজেকে বিশ্বাস করতে নেই মানা,
মেলতে যদি পারি এই মনের ডানা,
অজানা তখন যাবে হেরে, সবার হবে জানা,
তাকিয়ে দু'চোখ আমার ঘুমকে তখন দিবে শুধু হানা।
সেই দিনটির থাকবো আশায়:
মিথ্যে গল্প আর না।।