মধ্যরাত্রি………… আতংক।
রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করেই যাচ্ছে।
ডিম লাইট-এর আলোয় আধা সোয়া আমি,
অপেক্ষা করছি……
কিন্তু, ঠিক কীসের জন্য এই অপেক্ষা??
উত্তর তো আছে হাজার হাজারঃ
কুকুরের ঘেউ ঘেউ থেমে যাবার,
ঘুম-কে কাছে টেনে নেয়ার,
কাউকে কাছে পাবার,
মৃত্যুকে বরণ!!!


জটিল ধাঁধাঁ, জটিল উত্তর,
থামবে না তবুও ভাবনার চত্তর।
ভাঙ্গা জীবন, ভাঙ্গা ঘর,
তবুও জাগে মনে আশা দিন-রাতভর।
সুখী থাকতে চাও??
তবে আগে থেকেই বলে রাখছি;
মজবুত করে করো গঠন
নিজের চিন্তাধারার ভিত্তি প্রস্থর।।