গান আর গান,
তবুও, ভরে না যে প্রাণ,
এ যেন – স্বর্গ থেকে করা হয়েছে প্রদান,
সুরের ভুবনে নিজেকে করতে দান,
ব্যথা ঘুচানোর, এটাই একমাত্র আহ্বান;
কন্ঠের’ই মাঝে বেড়িয়ে আসে
মুড়িয়ে আবেগ, অফুরান!!


গান শুনে, গান গেয়ে
জীবনের সব আনন্দ যেন, যাই শুধু পেয়ে,
তুমি-আমি তবুও, যাই রয়ে
কালো আঁধারে দেহখানা জড়িয়ে,
অচেনা করে নিজেরাই, নিজেদের
নিয়ে যাই, দূরে দূরে সরিয়ে।।