তোমাকে দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা
মনে আমার দেয় যন্ত্রণা!
তোমাকে ভুলে থাকার চেষ্টায়
নিজেকে দেয়া স্বান্তনা,
তুমি যাতে দেখতে পাও:
ভালো আছি আমি,
শুধু শুধু বইছি না তোমার এই সব যন্ত্রণা।।


তোমাকে অদেখা থাকা
যন্ত্রণা জাগায় সুপ্ত প্রাণে,
তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকা,
আবেগ বলে দেয় আমার সুর ও গানে।
তোমায় কাছে পেতে যন্ত্রণা আর কষ্ট,
আমার হতে হয় নষ্ট;
নইলে আমি আর লিখতে পারি না
কোন কিছুই যে স্পষ্ট।।


যন্ত্রণা পেতে ছুটি আমি
তোমার পিছু পিছু,
কেনো হঠাৎ সব ভুলে গিয়ে
করে দাও ক্ষমা আমার, সবকিছু।
তাই, আমি আবার সৃষ্টি করি
আমার নতুন মনগড়া নাটক,
তুমি তো হয়েই আছো আমার এক পাঠক;
বুঝতে না পেরে তোমার কথা
যন্ত্রণা করি ভোগ, চালিয়ে নিজ প্রথা।।


তুমি শুধু বাড়িয়ে দিতে পারো
তোমার ঘৃনার রেগুলেটর;
তাতে আমি যন্ত্রণায় ভুগি,
নানা রকম কষ্টকে করে সহযোগী,
জানাই তোমায় কথায় কথায়
আমি এক মানসিক রুগী।।


হঠাৎ একদিন যাবে সব ভুলে,
আমার যন্ত্রণা যা দিয়েছিলাম প্রাণ খুলে।
আমি কিন্তু পাগলামির ছলে
একদিন আবারো খুঁজবো কৌশলে,
পাবো না জানি সেই দিন তোমায়
দেখবো না হয়তো কোন গাছেরও ডালে।
মনে রেখো, সুখ পেতে নয়,
ঘৃনা যদি কেউ না করে আমায়
তোমার মাঝে নিশ্চয়ই পাবো,
হবে ঘৃনার জয়;
আবার তখন করতে আমার
হৃদয় যন্ত্রণাময়।।