আমি বিশ্বাস করেছি আজ
তুমিও যে আমায় বেসেছিলে ভালো।
বলোনি আমায় জানাতে শুধু
শুনে অগোচরে আমার
দুর্বল ভালোবাসা প্রকাশ।।


বুঝতে পারি নি, নাখোচ স্বত্ত্বেও –
বন্ধ যখন করোনি তুমি কথোপোকথন,
নিশ্চয়ই তুমি চেয়েছিলে হোক
তোমার আমার প্রেম, এক রূপকথা;
স্মরণীয় করতে তুমি, আশা করেছিলে আমার
প্রেম নিবেদন, ঠিক রূপকথার গল্পেরই মতন।।


ভালোবাসা যে ঘৃণায়ও বাস করে
বুঝতে পারি তা অনেক পরে,
তখন তুমি চলে গেছো অনেক অনেক দূরে,
অন্য এক সুরের হাত ধরে...


মেনে নিয়ে আজ সব, তবুও নিজেই –
যখনই নামি প্রেম করবার ছলে,
একে একে স্মৃতিগুলো তোমার ভেসে ওঠে
অদৃশ্য এক ছায়ার সংস্পর্শে।।


তোমাকে ভুলতে চাইলেও যে
হবে না আমার ভোলা কোনদিন;
তবুও, একদিন পেতে চাই তোমায়,
তোমাকে নিজের করতে নয়,
দিতে অজস্র ধন্যবাদ।।


তোমারই জন্য আমি চিনতে পেরেছি
পৃথিবীর নানা রূপ...
তোমারই জন্যে পেয়েছি যে কন্ঠে
ক্লান্তিহীন গানের সুর...
তোমারই জন্য আজ আমার লেখায়
ঝরে কতো শতো লেখা সুমধুর...
তোমারই জন্যে তাই আজ আমি
প্রতিভা লুকিয়ে হাঁটছি পথ, সুদূর।।


তোমাকে জানাই ধন্যবাদ!!!
তোমার জন্যেই তো আজ আমার সব...
তোমার অজান্তে,
তুমিই যে আমার সবচেয়ে আপন।।