খোলা আকশের নীচে এসেছি
বহু বহু দিন পর;
অভিমানী হয়ে নিজে নিজেরই প্রতি,
শাস্তির অবসানে, পেলাম অবসর।


অভিনয় করে কেটে যায় সময়
আর, অভিনেতা হয়ে হয় আমার অগ্রসর;
ফেলে এসেছি শহর পিছু,
কাটাতে প্রকৃতিতে, একটি নব প্রহর।


শীতের রাতের, হঠাৎ হঠাৎ দমকা হাওয়া,
আকাশ মেঘে ধূসর,
তারা’র ভিড়ে আছে লুকিয়ে
রাত-জাগানো সব আসর।


কাছে পেয়েও,
আজ পরিবেশের মাঝে নেই সবুজ,
জাগে না মনে বাসর;
উপলব্ধি করি, আর
চার দেয়ালের মাঝে নিজেকে পুড়ে ভরি,
শূন্য ঘর,
ফেরার অপেক্ষায় বসে আছে যে –
আমার অদূরের ওই শহর।।