এই যে মেয়ে,
নাম না জানা, অজানা...
তুমি যদি বলো,
তবে আর তোমায় আমি চাইবো না;
কল্পনাতেও আর তোমাকে
দেখতে চাইবো না ছুঁয়ে।


“আসি আসি” বলে –
অহেতুক আর তোমাকে জ্বালাতন করবো না,
“অনুভব করতে চাই”, কথাটি আর
কোনদিনও তোমায় বলবো না।
শুধু, তুমিই যদি বলো...
অন্য কেউ বললে কিন্তু চলবে না।


আমি, তোমাকে ছাড়বো না...
যদি বলো ছাড়তে,
তবে সেটা আমি মেনে নিতে পারবো না;
আমাকে মানাতে তোমার গড়া
কোন অজুহাতও আমি শুনবো না!


যদি আমি মন থেকে সত্যি-ই চাই তবে –
তুমি কোন কিছুই যে আমায় বলতে পারবে না,
চোখ মেলে কোন কিছুই তখন
দু’চোখ ভরে দেখতে চাইবে না।


কিন্তু, যদি তুমি চাওঃ
তবে আমি আর কোথাও থাকবো না,
তোমায় নিয়ে আর ভাববো না,
কাল্পনিক কোন চরিত্রেও আর তোমায় আঁকবো না;
আর যদি, তুমি একবার বলো; তবে –
কোনদিনও তোমায় ভুলবো না!!