বিধাতা???


অনেকের কাছে সৃষ্টিকর্তা,
অনেকের কাছে শুধু হয়ে মনের স্বত্বা,
আবার, অনেকের মুখে শুধু, নাম মাত্র বার্তা!


কেউ কেউ আছে,
নিজেই নিজেকে ভাবে বিধাতা!
কারো কাছে শুধুমাত্র
হয়ে যেন আছে – গাছের পাতা;
কেউ আবার বলে :
সে-ই হতে পারে,
যে আছে দাঁড়িয়ে হাতে নিয়ে অর্থের ছাতা!


বিধাতা??
কতো শতো মানুষের কাছে যেন
হয়ে আছে শুধু, কথার কথা;
তাই ভেঙে মানুষের স্বত্বা,
কোন কিছু না দিয়ে পাত্তা,
নিজেরাই নিজেদেরকে করে চলে হত্যা!


মানুষ যেন শুধু আর মানুষ নেই...
অনেক রূপে, অনেক ভাগে বিভক্ত হয়ে,
হয়ে গেছে যান্ত্রিক ও ধ্বস গড়ার কর্তা।


এতো ভাগে থেকে থেকে,
কি করে তবে আমরা বুঝবো –
কে এই “বিধাতা”?
সে’তো আছেই গুণে মাত্র, সবার জন্য একটা...!!