আমরা মানুষ।
কিছু নারী, কিছু পুরুষ. . .
যদিও মোরা জেনেছি, শুনেছি, দেখছি ও উপলব্ধি করছি,
মানুষের জন্যই মানুষ;
তবুও, আমাদের নেই কোন হুঁশ!


জেনে ও বুঝে; কেউ না কেউ তো সৃষ্ট আছেই
ভালোবাসা প্রয়োগে জীবন গড়ার প্রয়াসে।
জানা সত্ত্বেও কেন তবে খুঁজে বেড়াই, ভালোবাসা;
রঙ বেরঙের শুণ্য আকাশে?
ভালোবাসা মনে করে, ভালো লাগাকে টানি সহবাসে,
অজানা রেখে নিজ পরিবার ত্রাসে।


গোপন রেখে, শিহরণে ভেসে,
ভালোবাসার দাঁড়ি টানি, দেহের ভোজ শেষে;
তারপর থেকে শুরু হয়, বেদনার আক্রোশে
একে অন্যকে করি দোষারোপ,
নিজেরাই রটাই নিজেদের লোভের রটনা
জনে জনে অবশেষে, চারপাশে।


“ হে ঈশ্বর, কেন তুমি এমন একজনকে দিয়েছ এ জীবনে? “
- কথাটি তখন শোনা যায়, আমাদের ভাষ্যে।


ঈশ্বরের কি দোষ?
ভালোবাসা উপভোগের জন্যে, কার ছিল আফসোস?
নিজ পরিবারের ভালোবাসাকে তুচ্ছ করে,
অজানা কাউকে মন দেয়া;
গোপনে যখন রয়েছেই সব – আপন হাতের ছোঁয়া,
তবে. . . নিজের দোষে কেন দোষী
ভোলাতে ও দূরে নিতে, স্বয়ং ঈশ্বরের ছায়া??